রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়াল। ২৪ ঘন্টায় মৃত ৪৯ জন। আক্রান্ত আরও প্রায় ৩ হাজার। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ হাজারের বেশি। ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ২৭ হাজারের বেশি। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২,৯৩১ জন।
তবে এই পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যাটা ১ লক্ষ ছাড়িয়ে গেল। যা নিয়ে চিন্তায় স্বাস্থ্য ভবন। মোট আক্রান্ত ১ লক্ষ ১ হাজার ৩৯০ জন। সোমবার সংখ্যাটা ছিল ৯৮ হাজার ৪৫৯ জনে। তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমে ২৫ হাজার ৮৪৬ জন হয়েছে। একদিনে কমেছে ১৮৫ জন। সোমবার ছিল ২৬ হাজার ৩১ জনে।
তবে, রাজ্যের মধ্যে কলকাতা নিয়ে রীতিমতো আতঙ্ক তৈরি হওয়ার মতো পরিস্থিতি দেখা দিচ্ছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন