এবার থেকে কোনও নির্দিষ্ট সীমার মধ্যে বাঁধা থাকবে না পেনশন। করোনা আবহে এমন সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়বে অবসর পরবর্তী পাওনার অঙ্ক। নতুন পিএফ গ্রাহকদের জন্য এমন গুরুত্বপূর্ণ উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে যে কর্মীর বেতন যত বেশি, তিনি তত বেশি পেনশন পাওয়ার সুবিধা ভোগ করবেন। এমনই একটি প্রস্তাব গৃহীত হতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) অছি পরিষদের বৈঠকে। তা কার্যকর হলে নানাভাবে উপকৃত হবেন পিএফের আওতায় থাকা কর্মীরা। বর্তমানে পিএফ গ্রাহকরা 'এমপ্লয়িজ পেনশন স্কিম ১৯৯৫'-এর অন্তর্ভুক্ত। নিয়ম অনুযায়ী কর্মী যে বেতন পান, তার মূল বেতন (বেসিক) এবং মহার্ঘ ভাতার (ডিএ) ১২ শতাংশ কেটে নিয়ে জমা করা হয় পিএফ অ্যাকাউন্টে।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন