করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে গোটা দেশ জুড়ে টানা লকডাউন চলেছে। আর এই লকডাউনের ফলে গোটা দেশের প্রায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। যদিও ছাত্র-ছাত্রীদের কথা ভেবে অনলাইন ক্লাসের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে। শিক্ষাবর্ষে সময় কমে যাওয়ায় কম সময় পেয়েছে পড়ুয়ারা। ছাত্র-ছাত্রীদের সার্বিক ভাবে যে ক্ষতি হয়েছে, তা মিটিয়ে দেওয়ার জন্য ইউজিসি নয়া নির্দেশিকা জারি করল। ওই নির্দেশিকায় স্পষ্ট ভাবে বলা হয়েছে, পরবর্তী দু-টি শিক্ষাবর্ষে সপ্তাহে ৬ দিন ক্লাস নিতে হবে। একিসাথে শিক্ষাবর্ষ দেরিতে শুরু হওয়ায় আগামী দুই শিক্ষাবর্ষে কলেজ-বিশ্ববিদ্যালয়ের টানা ছুটির সংখ্যা কমাতে হবে।
এ বিষয়ে রাজ্য কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শুভোদয় দাশগুপ্ত সংবাদমাধ্যমে জানিয়েছেন, " শিক্ষকরা সপ্তাহে ৬দিনই কাজ করেন। একদিন পি-ডে অর্থাৎ একদিনের সাপ্তাহিক ছুটি পাওয়া যায়। শিক্ষার্থীদের স্বার্থের কথা চিন্তা করে আশা করা যায় প্রস্তুতি-ছুটিতে ক্লাস নিতে আপত্তি করবেন না। বর্তমান পরিস্থিতির কথা ভেবে টানা ছুটি কমালেও তাঁরা তা মেনে নেবেন।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন