শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। এবার প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক। প্রধান শিক্ষক নিয়োগের মেধাতালিকায় অনিয়মের অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। সেই মামলায় চার সপ্তাহের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল আদালত।
মামলাকারীরা আদালতে মূলত তিনটি দাবি করেছেন। প্রথমত, বিশেষ উদ্দেশ্যে মেধাতালিকায় লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষার নম্বর ও অ্যাকাডেমিক স্কোর প্রকাশ করা হয়নি। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ার ১২ (৮) নিয়ম অনুযায়ী অঞ্চল ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করা হয়নি। এমনকি অঞ্চল ভিত্তিতে কাউন্সেলিংও হয়।
ডাক পেয়েছেন, সেখানে যোগ না দেওয়া প্রার্থীর সংখ্যা বেড়েছে। অভিযোগ, অনেক জায়গায় অনেক প্রার্থী ওয়েটিং লিস্ট থাকা সত্ত্বেও পদ ফাঁকা পড়ে আছে। তৃতীয়ত, অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে কেউ না থাকলেও কোনও অজানা কারণে মেধাতালিকায় থাকা অন্য প্রার্থীদের ডাকছে না কমিশন।
অভিযোগ, বিষয়টি নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে লিখিতভাবে জানান হলেও কোনও লাভ হয়নি। অথচ শূন্যপদের সংখ্যা নেহাত কম নয়। তাই বাধ্য হয়ে আদালতে মামলা করেছেন তাঁরা। সেই মামলায় এসএসসিকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন