আনলক ৪ -এর গাইডলাইনে প্রকাশ করেছিল সরকার। এবার রাজ্য সরকারেরও অনুমতি মিলল। অক্টোবরের ১ তারিখ থেকে রাজ্যে যাত্রা, নাটক, মুক্তমঞ্চ, সংগীত-আবৃত্তি-নৃত্যানুষ্ঠান, ম্যাজিক শো চালু করার অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য যাতে ফের আগের ছন্দে ফিরতে পারে, সেই কারণেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিষেধাজ্ঞা শিথিল হলেও বেশ কিছু ক্ষেত্রে থাকছে কড়াকড়ি। সামাজিক দূরত্ববিধির দিকে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। যাত্রা, নাটক, মুক্তমঞ্চ, সংগীত-আবৃত্তি-নৃত্যানুষ্ঠান, ম্যাজিক শো-গুলিতে সর্বাধিক ৫০ জন অংশগ্রহণকারী থাকতে পারবেন।
শনিবার মুখ্যমন্ত্রী টুইটারে জানান, "স্বাভাবিকত্বে ফিরতে আগামী ১ অক্টোবর থেকে যাত্রা, খেলাধুলো, মুক্তমঞ্চ, সিনেমা হল এবং সমস্ত রকমের সংগীত, নৃত্য, আবৃত্তি ও ম্যাজিক শো-এ সর্বাধিক ৫০ জন অংশগ্রহণকারীকে নিয়ে আয়োজনের অনুমতি দেওয়া হবে"
অংশগ্রহণকারীদের প্রত্যেকের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর পাশাপাশি করোনা সংক্রান্ত অন্যান্য স্বাস্থ্যবিধিগুলিও যথাযথভাবে মেনে চলতে হবে।
উল্লেখ্য, লকডাউন পার করে সারা দেশে আনলক পর্যায় চললেও এখনও পর্যন্ত কোনও রাজ্য সিনেমা হল খোলার অনুমতি দেয়নি। সে ক্ষেত্রে এ ব্যাপারে দৃষ্টান্ত গড়ল পশ্চিমবঙ্গ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন