ফের পুরনো লড়াইয়ের ছবি সামনে এল। তৃণমূল থেকে আগত মুকুল রায় বনাম বিজেপির বহু পুরনো নেতা রাহুল সিনহার দ্বন্দ্ব এসে পড়ল প্রকাশ্যে। সঙ্গে আরেক প্রতিদ্বন্দ্বী – তুলনায় তরুণ অনুপম হাজরা। দলের কেন্দ্রীয় সম্পাদক থেকে বাদ পড়ে কারও নাম না করে দলের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিলেন রাহুল সিনহা। অভিযোগ, "তৃণমূল নেতা আসছেন, তাই তাঁকে সরতে হল। এতদিন ধরে দল করার এই পুরস্কার।"
প্রসঙ্গত, ২১ এর নির্বাচনের আগেই বিজেপিতে বড়সড় রদবদল। দলে গুরুত্ব বাড়ল মুকুল রায়ের। তিনি হলেন সর্বভারতীয় সহ-সভাপতি। এর পাশাপাশি সর্বভারতীয় সম্পাদক হলেন অনুপম হাজরা। দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা হলেন বিজেপির জাতীয় মুখপাত্র।
২০১৭ সালের নভেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজনীতির চাণক্য মুকুল রায়। বাংলায় পঞ্চায়েত ভোট, লোকসভা ভোটের দায়িত্বেও পেয়েছিলেন তিনি।
অনুপম ছাড়া সকলেই জয় নিশ্চিত করেছেন। লোকসভা ভোটের পর থেকে বদলাতে থাকে পরিস্থিতি।বিভিন্ন মহলে শোনা যাচ্ছিল, বিজেপির অন্দরে মুকুল রায়ের সঙ্গে বনিবনা হচ্ছে না দিলীপের। মুকুল খানিকটা পার্শ্বচরিত্রই হয়ে উঠেছিলেন। এমনকি তাঁর পুরনো দলে ফেরার জল্পনাও চলছিল। এবার বিজেপিতে জাতীয়স্তরে দায়িত্ব পেলেন মুকুল বাবু। হলেন সর্বভারতীয় সহ-সভাপতি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন