দেশে ফের অনেকটাই বাড়ল করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৮৬ হাজার ৮২১ জন। মৃত্যু হয়েছে ১১৮১ জনের। নতুন করে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ায় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৩ লক্ষ ১২ হাজার ৫৮৫। এরমধ্যে অ্যাক্টিভ করোনা কেস রয়েছে ৯ লক্ষ ৪০ হাজার। দেশজুড়ে সুস্থ হয়ে উঠেছে ৫২ লক্ষ ৭৩ হাজারের বেশি মানুষ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, এখন অবধি করোনার জেরে মৃত্যু হয়েছে ৯৮ হাজার ৬৭৮ জনের।
এদিন কেন্দ্রের তরফে জানানো হয়, আগামী ১৫ অক্টোবর থেকে ৫০ শতাংশ দর্শকাসন ব্যবহার করে সিনেমা হল ও মাল্টিপ্লেক্স চালু করা যাবে। এর জন্য প্রয়োজনীয় কোভিডবিধি শীঘ্রই সিনেমা হল কর্তৃপক্ষকে দিয়ে দেওয়া হবে। আবার খেলোয়াড়দের ট্রেনিংয়ের জন্য খুলে দেওয়া হচ্ছে সুইমিং পুল। খুলছে বিনোদন পার্কও। স্কুল বা কোচিং খোলার ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হল? কেন্দ্রের তরফে বলা হয়েছে, অভিভাবকদের অনুমতি থাকলে ১৫ অক্টোবরের এ নিয়ে রাজ্যগুলি নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারে।
অপরদিকে, সামাজিক অনুষ্ঠান, খেলা, বিনোদন কিংবা রাজনৈতিক জমায়েতের ক্ষেত্রে আগের মতোই ১০০ জনকে একসঙ্গে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হবে। তবে কনটেনমেন্ট জোনের আওতায় কোনওরকম অনুষ্ঠান বা জমায়েত করা যাবে না বলেই জানিয়েছে কেন্দ্রের সরকার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন