চাকরি-প্রার্থীদের জন্য বড় খবর। ফ্লিপকার্ট মঙ্গলবার ঘোষণা করেছে করোনা আবহেই ভারতে ৭০,০০০ নতুন কর্মী নিয়োগ করবে তারা। এর পাশাপাশি ডেলিভারি পার্টনার সহ আরও বেশ কিছু পদে প্রচুর নিয়োগ করবে। সামনেই দেশে উৎসবের মরশুম শুরু হতে চলেছে। এই সময়ে অনলাইন শপিং–এর হার অনেকটাই বৃদ্ধি পায়। সেই চাপ সামাল দিতেই এই উদ্যোগ অনলাইন শপিং কোম্পানিটির।
অক্টোবরে যে উৎসবের মরশুম শুরু হয় দেশে তা মোটামুটি শেষ হয় দিওয়ালি পর্যন্ত। সেকথা মাথায় রেখে সামনের মাসেই শুরু হচ্ছে ফ্লিপকার্টের পাঁচ দিনব্যাপী অনলাইন শপিং উৎসব। কোম্পানি জানিয়েছে, সেজন্য ৫০, ০০০–এরও বেশি কিরানা বা মুদি দোকানের সঙ্গে তারা চুক্তিবদ্ধ হচ্ছে যাতে শেষ মুহূর্তে পণ্য সরবরাহ করা যায়। প্রতি বছরই বিভিন্ন বহুজাতিক অনলাইন শপিং কোম্পানি ভারতে উৎসবের মরশুমে শপিং উৎসব করে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন