এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা। ইতিমধ্যে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনলক ফোর পর্যায়েও সংক্রমণের গতি বেড়েই চলেছে। গত কয়েকমাসে রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়ক ও রাজনৈতিক নেতা করোনায় সংক্রমিত হয়েছেন। এবার সেই তালিকায় নবতম সংযোজন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা।
প্রসঙ্গত, করনা সংক্রমণ কিছুতেই কমছে না রাজ্যে।
Loading...
গত ১ দিনে রাজ্যে মোট ৬২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৪,৮৯৯ জনের। তবে সুস্থতার পরিসংখ্যানই এখন আশার আলো রাজ্যবাসীর কাছে। সরকারি তথ্য বলছে ২৯ সেপ্টেম্বর রাজ্যে সুস্থতার হার ৮৭.৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২,৯৬১ জন। রাজ্যে সবমিলিয়ে সুস্থ হয়েছেন মোট ২,২২,৮০৫ জন।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন