কৃষি বিল নিয়ে বিতর্ক চলছে গোটা দেশ জুড়ে। ফের একবার বিরোধীদের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ নতুন তিনটি কৃষি বিলের প্রতিবাদে ভারত বনধের ডাক দিয়েছে একাধিক কৃষক সংগঠন। প্রধানমন্ত্রীর অবশ্য দাবি, নয়া কৃষি বিলে কৃষকদের আয় অনেকটা বাড়বে, তাঁদের অধিকারও সুরক্ষিত হবে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনে বিজেপি-র দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে এ দিন এই দাবি করেছেন মোদী।
Loading...
এর পরেই বিরোধীদের আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, 'এর আগে যাঁরা সরকারে ক্ষমতায় ছিল, তাঁরা এমন জটিল আইন ও প্রতিশ্রুতির জাল বিছোত যে অধিকাংশ কৃষকই তা বুঝতে পারতেন না। কিন্তু বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্রমাগত এই পরিস্থিতি বদলে দিয়ে কৃষকদের উন্নয়নের চেষ্টা করেছে।'
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন