তৃণমূল ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রুত ১০ হাজার বেসরকারি মাদ্রাসাকে সরকারি অনুমোদন দেওয়া হবে। কিন্তু এখনও সেই কথা রাখেননি মুখ্যমন্ত্রী। ২০১২ সাল থেকে দফায় দফায় বিক্ষোভ, অবস্থান, অনশন করে এসেছেন মাদ্রাসা শিক্ষকদের একটা বড় অংশ। প্রতিবারই মিলেছে নতুন করে প্রতিশ্রুতি, যা পূরণ হয়নি। আজ ফের প্রতিশ্রুতি আদায় করতে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে অবস্থানের ডাক দিয়েছিলেন রাজ্যের মাদ্রাসা শিক্ষকরা।
সরকারের দেওয়া হিসাব অনুসারে ৯ বছরে রাজ্যে মাত্র ২৩৫ টি মাদ্রাসা অনুমোদন পেয়েছে। কিন্তু, সেই মাদ্রাসাগুলিও সরকারের কাছ থেকে কোনও প্রকার সাহায্য পায় না। মাদ্রাসার উন্নতিতে একাধিক দাবি নিয়ে আজ ফের গান্ধি মূর্তির পাদদেশে অবস্থানের ডাক দিয়েছিলেন মাদ্রাসা শিক্ষকরা। ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজড আন-এডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকে আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলায় আসেন মাদ্রাসা শিক্ষকরা। কিন্তু, সেখানে পা রাখতেই পুলিশি বাধার মুখে পড়েন তাঁরা। তাঁদের আসার আগে থেকেই এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। মঙ্গলবার সকাল থেকেই কোথাও মাদ্রাসা শিক্ষকদের দেখতে পেলেই তাঁদের গ্রেফতার করা হয় বলে অভিযোগ। এক কথায়, আজ মাদ্রাসা শিক্ষকদের কলকাতায় জমায়েত করতে দেয়নি পুলিশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন