ফের একবার অমর্ত্য সেনের হাত ধরে বিশ্বমঞ্চে সম্মানিত হলেন বাঙালি। জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলার ঐতিহ্যবাহী শান্তি পুরস্কার পেলেন তিনি। এই প্রথম কোনও বাঙালি তথা ভারতীয় এই সম্মান পেলেন।
করোনা আবহে ফ্রাঙ্কফুর্টে এ বার ভার্চুয়াল বইমেলা হচ্ছে। বিশ্বের প্রতিষ্ঠিত প্রকাশক ও লেখকেরা অনলাইনের মাধ্যমে বইমেলায় অংশ নিয়েছেন। রবিবার সকালে ফ্রাঙ্কফুর্টের বিখ্যাত পাউল গির্জায় অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে শান্তি পুরস্কার ঘোষণা করা হয়।
বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে ন্যায়বিচারের প্রশ্ন তুলছেন অমর্ত্য সেন। বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে বরাবর গলা তুলেছেন তিন। কোনও দেশের গণতান্ত্রিক কাঠামো সেই দেশের দারিদ্র্য, ক্ষুধা ও ব্যাধি থেকে মুক্তির ক্ষেত্রে কী ভাবে সম্পর্কিত, তা নিয়ে প্রচুর গবেষণা আছে তাঁর।
এই সমস্ত কিছু পুরস্কার কমিটির বিচারকদের মাথায় ছিল। তাঁরা বলেছেন, এ বছর ফ্রাঙ্কফুর্ট বইমেলা থেকে ভারতীয় অর্থনীতিবিদ, দার্শনিক ও নোবেল পুরস্কার বিজয়ী অমর্ত্য সেনকে শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন