করোনা ভাইরাসের সংক্রমণ রাজ্য সহ গোটা দেশে বেড়েই চলেছে। এই মারণ ভাইরাসের সংক্রমণ যে কবে কমবে তা এখনি বলতে পারছে না চিকিৎসকরা। আর এমন আবহে হতে চলেছে পুজো।
করোনাকালে যাতে পুজোর চার দিনে ভিড় উপচে না-পড়ে, সেজন্য তৃতীয়ার দিন থেকে ভাগে ভাগে প্রতিমা দর্শনের পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো আজ থেকেই রাজপথে পুজোর পুলিশি বন্দোবস্ত করা হয়েছে।
করোনা পরিস্থিতিতে এখনও বন্ধ আছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। বহু মানুষ হারিয়েছেন প্রাণ। এই অবস্থায় পুজো হোক কিন্তু উৎসব নয়। এই দাবি জানিয়েই কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন বিদ্যুৎ দফতরের প্রাক্তন কর্মী অজয়কুমার দে। ওই ব্যক্তির মামলারই শুনানি চলছিল দিনকয়েক ধরেই। সেই মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং মুখ্যসচিবকে ভিড় নিয়ন্ত্রণের ব্লু প্রিন্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। তবে সোমবার রাজ্যের তরফে কোনও ব্লু প্রিন্ট জমা দেওয়া হয়নি।
অত তাই সমস্ত কিছু বিচারকরে প্রাথমিক পর্যবেক্ষণে আদালত জানিয়েছিল, সেক্ষেত্রে পুজো মণ্ডপগুলিকে কনটেনমেন্ট জোন করে দেওয়া হোক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন