অসুস্থতার কারণ দেখিয়ে আজও ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা এড়ালেন তৃণমূল নেতা ছত্রধর। অথচ তাঁর আইনজীবীই আদালতের কাছে আজকের তারিখ চান। বিভিন্ন কারণে বার বার পিছিয়ে যাচ্ছে শুনানি।
জানা গিয়েছে এবার কড়া আইনি পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ২০০৯ সালে বাঁশতলায় রাজধানী এক্সপ্রেস আটকানো ও চালক অপহরণ তদন্তে আগেও জিজ্ঞাসাবাদ করা হয় ছত্রধরকে। অন্যদিকে এনআইএ মামলার যৌক্তিকতা নিয়ে আদালতের দ্বারস্থও হয়েছেন সদ্য তৃণমূলের রাজ্য সম্পাদকের পদ পাওয়া ছত্রধর। এর মাঝেই দু-টি মামলার পুনর্তদন্তের জন্য কলকাতার বিশেষ আদালতে আবেদন জানাইয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য, জঙ্গলমহলের একদা ত্রাস ছত্রধর মাহাতো দীর্ঘ কারাবাস কাটিয়ে ফেরার পরই ফের সক্রিয়ে রাজনীতিতে প্রবেশ করেছেন। সরাসরি তৃণমূলের রাজ্য কমিটিতে জায়গা করে নিয়েছেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন