এলপিজি সিলিন্ডারের হোম ডেলিভারির প্রক্রিয়ায় বেশকিছু পরিবর্তন আসতে চলেছে। পয়লা নভেম্বর থেকে ডোমেস্টিক সিলিন্ডারের কালোবাজারি রুখতে এবং সমস্ত গ্রাহকদের পরিচয় জানার জন্য তেল সংস্থাগুলি গ্যাস সিলিন্ডারের নতুন ডেলিভারি সিস্টেম চালু করতে চলেছে।
নতুন সিস্টেমকে DAC নাম দেওয়া হয়েছে। এর অর্থ হল ডেলিভারি অথেন্টিকেশন কোড। এবার কেবল বুকিং করলেই সিলিন্ডার ডেলিভারি করা হবে না। এবার থেকে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি কোড পাঠানো হবে। ডেলিভারি বয়কে যতক্ষণ আপনি কোড দেবেন না ততক্ষণ ডেলিভারি প্রক্রিয়া পুরো হবে না।
কোনও গ্রাহকের যদি মোবাইল নম্বর ডিস্ট্রিবিউটের কাছে রেজিস্টার করা না থাকে তাহলে ডেলিভারি বয়ের কাছে যে অ্যাপ রয়েছে সেখান থেকে রিয়েল টাইম আপনার নম্বর রেজিস্টার্ড করতে পারবেন। এরপর কোড জেনারেট করা হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন