বৃহস্পতিবার রাজ্য বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানকে কেন্দ্র করে কলকাতার বিভিন্ন প্রান্তে উত্তেজনা ছড়ায়। এদিন পুলিশের বিরুদ্ধে কর্মীদের লেলিয়ে দিয়ে বেপাত্তা হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বঙ্গ বিজেপির নেতাদের বিরুদ্ধে। নেতাদের এমন আচরণে বেশ ক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা। কয়েকজন বিজেপি কর্মী সংবাদমাধ্যমের সামনেই নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের কথায়, "এমন নেতাদের উপর ভরসা করে আন্দোলনে আসাই উচিত হয় নি।"
বেশ কয়েকদিন ধরেই নবান্ন অভিযানকে ঘিরে দেখে নেওয়ার, বুঝে নেওয়ার হুংকার ছেড়েছিলেন সৌমিত্র খান, সায়ন্তন বসুর মতন বিজেপি নেতারা। আন্দোলনে যেখানে বাধা পাবেন, সেখানেই বসে পড়ে রাজ্যকে অচল করার হুমকিও দিয়েছিলেন তাঁরা।
কিন্তু আজ আন্দোলন শুরুর পরেই কলকাতার বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে অশান্তির চিত্র। বিজেপি কর্মীরা যখন ব্যারিকেড ভাঙার চেষ্টা চালাচ্ছেন, তখন নিরাপদে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে সায়ন্তন বসু-সৌমিত্র খানদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়া বিজেপি কর্মীরা দেখেন তাদের ধারেকাছে কথাও কোনও নেতা নেই। ফলে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য কোনও নির্দেশনাই আসেনি তাদের কাছে। নিজেদের উদ্যোগেই বেশ কিছু কর্মী পুলিশকে লক্ষ্য করে ইট-বৃষ্টি করেন। পরে টায়ার জ্বালিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু খানিক লড়াই চালিয়ে হতোদ্যম হয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন