ডিএ নিয়ে বিতর্ক নতুন ঘটনা নয়। আর এই ডিএ নিয়ে বিতর্ক চলে-আসছে শেষ কয়েক বছর ধরে। নতুন মুখ্যসচিব হওয়ায় সরকারি কর্মচারী পরিষদকে সংশোধিত আবেদন জমা করতে বলল স্যাট। ওই সংগঠন সূত্রে পাওয়া খবর, বুধবার তাদের দায়ের করা ডিএ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানিতে স্যাট জানিয়েছে, রাজ্যে মুখ্যসচিব পরিবর্তন হয়েছেন। রাজীব সিংহের জায়গায় মুখ্যসচিব পদে বসেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণে সংশোধিত আবেদন জমা করতে হবে। আর ওই আবেদনপত্রে নতুন মুখ্যসচিবের নাম অন্তর্ভুক্ত করতে হবে সাতদিনের মধ্যে। পাশাপাশি, স্যাটের গত ২৬ জুলাইয়ের রায়-সহ একটি নোটিশও পাঠাতে হবে নতুন মুখ্যসচিবকে। স্যাটে পরিষদের করা মামলার পরবর্তী শুনানি হবে ২০ জানুয়ারি।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুলাই স্যাটের নির্দেশ ছিল, তিন মাসের মধ্যে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার হিসেব কষে সরকারি কর্মীদের তা দেওয়ার পদ্ধতি বার করে ছ-মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে। রায় অনুযায়ী, ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করার আগেই বকেয়া ডিএ দিতে হত সরকারকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন