চাকরিতে সংরক্ষণ নিয়ে বিতর্ক চলছে বেশ কিছু মাস ধরে। প্রশ্ন দেখা দিয়েছে চাকরিতে কি রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের সুযোগ দেওয়া হবে? রাজ্যে ওবিসি তালিকাভুক্ত হলেই কি কেন্দ্রীয় সরকারি চাকরিতে সংরক্ষণের সুবিধা মিলবে? এমন নানা প্রশ্ন দেখা দিয়েছে। এমন সময় বীরভূমের সিউড়ির এক যুবকের দায়ের করা মামলার প্রেক্ষিতে তার উত্তর জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট।
প্রায় দু-বছর আগে সিআরপিএফ-এর অসম রাইফেলসে কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরয়। ওই বিজ্ঞপ্তিতে সরকারি নিয়ম মাফিক তফসিলি জাতি ও উপজাতিভুক্ত এবং ওবিসিদের জন্য বেশ কয়েকটি আসন সংরক্ষিত ছিল। চাকরির আবেদন জানান এরাজ্যে ওবিসি তালিকাভুক্ত সিউড়ি সদর এলাকার বাসিন্দা পিন্টু আলি খান নামে ওই যুবক।
আবেদনপত্রে তিনি ২০১২ সালে সিউড়ি সদর মহকুমা শাসকের ইস্যু করা ওবিসি সার্টিফিকেট তিনি জমা করেন। আবেদনপত্রটি গৃহীত হয় এবং কর্তৃপক্ষের তরফে ডাক আসে। শারীরিক পরীক্ষা, মেডিক্যাল, ইন্টারভিউ থেকে এনডিওরেন্স টেস্ট, সবেতেই উত্তীর্ণ হন তিনি। এরপর জানুয়ারিতে বাছাইপর্ব এলে সিউড়ি সদর মহকুমা শাসকের ইস্যু করা ওবিসি শংসাপত্র জমা দেন পিন্টু। কিন্তু সিআরপিএফ কর্তৃপক্ষ জানিয়ে দেয়, রাজ্যের ইস্যু করা ওই সার্টিফিকেট এক্ষেত্রে বৈধ নয়। তাঁকে কেন্দ্র নির্ধারিত প্রোফর্মা অনুযায়ী সার্টিফিকেট জমা দিতে বলা হয়। আর এর পরে এই বিতর্ক গড়ায় আদালত পর্যন্ত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন