করোনার কারণে আগেই বন্ধ হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের বেশকিছু পরীক্ষা। মূলত গণপরিবহণ ব্যবস্থা স্বাভাবিক না থাকার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। এবার সব দিকে খতিয়ে দেখে ডিসেম্বর মাসে বেশ কয়েকটি নিয়োগ পরীক্ষা নিতে পারে পিএসসি। ইতিমধ্যে ওই সমস্ত পরীক্ষার সম্ভাব্য সূচি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি জারি করে কমিশনের তরফে জানানো হয়েছে, ক্লার্কশিপ পার্ট-২ এবং আইসিডিএস কেন্দ্রে সুপারভাইজার নিয়োগের পরীক্ষা নেওয়া হবে। ক্লার্কশিপ পার্ট টু পরীক্ষার সম্ভাব্য সূচি ৬ ডিসেম্বর। আইসিডিএস সুপারভাইজার নিয়োগের পরীক্ষা আগামী ১২ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে হতে পারে। এই দুটি পদে নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক পরীক্ষার ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে কমিশন।
কমিশন সূত্রে খবর, ডিসেম্বরের আরও দু-টি নিয়োগ পরীক্ষা নেওয়ার পাশাপাশি কালীপুজোর পর বিভিন্ন চাকরির পরীক্ষা প্রস্তুতি শুরু করে দেবে পিএসসি। নভেম্বর-ডিসেম্বরে ১৬টি লিখিত পরীক্ষার সম্ভাব্য সূচি জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে দু-টির প্রাথমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ২৪টি চাকরির পরীক্ষার ইন্টারভিউ নভেম্বর ও ডিসেম্বর মাসে নেওয়ার সম্ভাব্য সূচিও জানিয়ে দেওয়া হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন