মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলিকে এ বছর পঞ্চাশ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা আগেই ঘোষণা করেছেন। যদিও গত বছর রাজ্যের তরফে এই অনুদানের পরিমাণ ছিল ২৫ হাজার টাকা। আর মহিলা পরিচালিত কমিটিগুলি পেয়েছিল ৩০ হাজার টাকা করে অনুদান। এবার তা বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এ বছর বিদ্যুতের খরচে প্রতিটি পুজো কমিটি ৫০ শতাংশ ছাড় পাবে। CESC এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা উভয়ই এই ছাড় দেবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
সরকারের এমন সিদ্ধান্ত নিয়েই হাইকোর্টে মামলা দায়ের করছিলেন সিটু নেতা সৌরভ দত্ত।
আদালতের আরও প্রশ্ন, 'দুর্গাপুজো নিয়ে আমরা সকলেই গর্বিত। কিন্তু তাই বলে কি যেমন খুশি টাকা দেওয়া যায়? গণতান্ত্রিক ব্যবস্থায় কি এই ভেদাভেদ করা যায়?' রাজ্যের তরফে বলার চেষ্টা করা হয়, করোনা মহামারীর কারণে পুজো কমিটিগুলিকে এই টাকা মাস্ক, স্যানিটাইজার কিনতে সাহায্য করা হচ্ছে। সেই জবাবের প্রেক্ষিতেও বিচারপতি বলেন, 'আপনারা বলছেন যে এই টাকা দেওয়া হচ্ছে মাস্ক-স্যানিটাইজার কেনার জন্য। কিন্তু এটা তো সরকার নিজেই কেন্দ্রীয়ভাবে কিনে করতে পারত। তাতে খরচ কম হত।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন