বিজেপি শাসিত যোগীরাজ্যে বৃহস্পতিবার চূড়ান্ত হেনস্থার শিকার কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের হাথরাসের উদ্দেশে রওনা দেন রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী। গ্রেটার নয়ডার কাছে তাঁদের কনভয় আসতে পথ আটকায় পুলিশ। এর পরে গাড়ি থেকে নামতেই রাহুলকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় পুলিশ। এমনটাই অভিযোগ। এমনকী তাঁকে লাঠিপেটা করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। এরপরই রাহুল গান্ধী ও তাঁর বোনকে আটক করে পুলিশ।
হাথরাস পৌঁছনোর আগেই রাহুল-প্রিয়াঙ্কার পথ আটকায় যোগীর পুলিশ। গ্রেটার নয়ডায় তাঁদের কনভয় ঢুকতেই পথ আটকায় পুলিশ। গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে কথা বলতে যান রাহুল গান্ধী। অভিযোগ, রাহুল গান্ধীকে তখন ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। করোনার জেরে এলাকায় কন্টেনমেন্ট জোন রয়েছে। আর সেই কারণেই বাইরের কাউকে ওই এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। কংগ্রেস নেতাদের আটকাতে এমনই যুক্তি সাজিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।
![]() |
Add caption |
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন