করোনা আক্রান্তের সংখ্যা প্রায় প্রতিদিন বেড়ে চলেছে রাজ্য সহ গোটা দেশে। করোনা পরিস্থিতিতে প্রায় আট মাসের কাছাকাছি সময় বন্ধ ছিল দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। নভেম্বরের শেষদিকে কোভিড বিধি মেনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়ার জন্য নির্দেশিকা জারি করে কেন্দ্রের সরকার।
যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলা হয় রাজ্যকে। ডিসেম্বরের প্রথম দিন থেকেই খুলে দেওয়ার কথা ছিল সেসব। কিন্তু তার পরেও এক সপ্তাহ পর ৭ ডিসেম্বর থেকে খোলা হয়েছিল আইআইটি, মাদ্রাজ।
এই প্রসঙ্গে জানা গিয়েছে, আইআইটি, মাদ্রাজের অন্তত ৬৬ জন পড়ুয়া, গবেষক এবং কর্মী এই মুহূর্তে করোনা পজিটিভ।
গত ৭ তারিখ আইটআইটি,মাদ্রাজ খোলার পর গবেষণার জন্য প্রায় ৭০০ জন পড়ুয়া, শিক্ষাকর্মী, অশিক্ষককর্মী ফিরেছিলেন। তাঁরা সকলে হস্টেলে থাকছিলেন। সেখান থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়ে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন