সময় যত গড়িয়েছে ততই বেড়েছে দিল্লির কৃষক আন্দোলনের তীব্রতা। এদিকে পাঞ্জাব হরিয়ানার কৃষকদের পাশাপাশি ইতিমধ্যেই দিল্লি সীমান্তে এসে জড়ো হয়েছেন হাজার হাজার কৃষক। এমতাবস্থায় এবার কৃষক আন্দোলনের সমর্থনে বুধবারই ধর্মঘটের ডাক দিয়েছিল অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস। পাশাপাশি শুক্রবারই কৃষকদের আন্দোলনে সমর্থন করে গোটা রাজধানীতেই 'চাক্কা জ্যাম' কর্মসূচীর সূচনা করে দিল্লির ট্রান্সপোর্টার্স অ্যাসোসিয়েশনগুলি।
শুক্রবার নবম দিনে পড়েছে আন্দোলন। বৃহস্পতিবার টানা সাত ঘণ্টার বৈঠকের পরও কোনও রফাসূত্র মেলেনি। কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসে কৃষি আইন প্রত্যাহারের দাবিতেই অনড় রয়েছেন কৃষকরা।
আন্দোলন প্রসঙ্গে কৃষক নেতাদের দাবি, তাঁর দীর্ঘ আন্দোলনের প্রস্তুতি নিয়েই দিল্লিতে এসেছেন। ফলে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন