করোনার সংক্রমণের কারণে আট মাসের বেশি সময় ধরে বন্ধ আছে দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। ছাত্র-ছাত্রীদের প্রশ্ন ছিল কবে থেকে শুরু হবে স্কুলের পঠনপাঠন? কবে হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা।
কেন্দ্র আগেই জানিয়েছিল, ফেব্রুয়ারি-মার্চ মাসে হবে না সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা।
তিনি জানালেন যে চৌঠা মে থেকে পরীক্ষা শুরু হবে ক্লাস ১০ ও ১২-এর। পরীক্ষা চলবে ১০ জুন অবধি। ১৫ জুলাইয়ের মধ্যে ফলাফল ঘোষিত হবে বলে তিনি জানিয়েছেন। ছাত্র-ছাত্রীদের প্র্যাকটিকাল পরীক্ষা হবে পয়লা মার্চ থেকে। যারা বিদেশে সিবিএসই স্কুলে পড়েন, তাদের জন্য দ্রুত সিদ্ধান্ত নিয়ে জানানো হবে বলে জানান পোখরিয়াল।
বলে রাখা ভাল, প্রতি বছর সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় জানুয়ারি মাসে প্র্যাক্টিক্যাল ও ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে থিওরিটিক্যাল পরীক্ষার আয়োজন করা হয়। এবছর করোনার কারণে সেই নিয়মের পরিবর্তন করল সরকার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন