সামনেই বিধানসভা নির্বাচন। এই নির্বাচন শাসক দল তৃণমূলের কাছে কঠিন চ্যালেঞ্জ। কারণ রাজ্যে বিজেপির বৃদ্ধি চোখে পড়ার মতন। ইতিমধ্যে একাধিক তৃণমূল হেভি-ওয়েট নেতারা নাম লিখিয়েছে বিজেপিতে। এর ফলে ক্রমশ চাপ বাড়ছে রাজ্যের প্রধান শাসক দল তৃণমূল কংগ্রেসের উপর। এমন সময় বৃত্তিমূলক প্রশিক্ষণ (ভোকেশনাল ট্রেনিং) স্কুলগুলির চুক্তিতে নিযুক্ত শিক্ষক-ইন্সট্রাক্টর ও আংশিক সময়ের শিক্ষক ও ইন্সট্রাক্টর প্রভৃতির ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে জানা গিয়েছে। কারিগরি প্রশিক্ষণ দফতরের পক্ষ থেকে ভাতা বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাব গিয়েছে রাজ্যের অর্থ দফতরের কাছে। এদের শেষ ভাতা বৃদ্ধি হয়েছিল ২০১৭ সালে। প্রায় ১১ হাজার শিক্ষক ও ইন্সট্রাক্টর সরকারি সাহায্যপ্রাপ্ত বৃত্তিমূলক প্রশিক্ষণ স্কুলে কাজ করেন।
গত ২০০৬ সালে ভোকেশনাল স্কুলগুলিতে চুক্তিভিত্তিক শিক্ষক-ইন্সট্রাক্টর ও আংশিক সময়ের শিক্ষক এবং ইন্সট্রাক্টর নিয়োগের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেয় সরকার। আংশিক সময়ের শিক্ষক ও ইন্সট্রাক্টরদের ক্লাস ভিত্তিতে এখন টাকা দেওয়া হয়। আংশিক সময়ের শিক্ষকরা প্রতি ক্লাসের জন্য ১৬০ টাকা ও আংশিক সময়ের ইন্সট্রাক্টররা ১১০ টাকা করে পান। কারিগরি প্রশিক্ষণ দফতর এবার এঁদের জন্য নির্দিষ্ট হারে ভাতার প্রস্তাব রেখেছে। আংশিক সময়ের শিক্ষকদের বছরে ক্লাসের সংখ্যা অনুযায়ী ১০ ও ৮ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আংশিক সময়ের ইন্সট্রাক্টরদের ক্লাস অনুযায়ী ৯ ও ৭ হাজার টাকা দেওয়ার সুপারিশ করেছে দফতর। আংশিক সময়ের শিক্ষক ও ইন্সট্রাক্টরদের সংখ্যা যথাক্রমে ৬২৭৪ ও ১৮৯৪ জন।
চুক্তিতে নিযুক্ত শিক্ষক ও ইন্সট্রাক্টররা কোন পর্যায়ে প্রশিক্ষণ দেন তার ভিত্তিতে মাসিক ভাতা পান। এখন চুক্তিতে নিযুক্ত ১৯০০ শিক্ষক মাসে ৯ হাজার টাকা ভাতা পান। এটা বাড়িয়ে ১৩ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। চুক্তিতে নিযুক্ত ৩৭৯৪ জন ইন্সট্রাক্টররা এখন মাসে ৭ হাজার টাকা করে পান। এই ভাতা বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব রেখেছে দফতর। সরকারি দফতরে চুক্তিতে নিযুক্ত কর্মীদের অবসরকালীন এককালীন আর্থিক অনুদান সহ আরও কিছু সুযোগ-সুবিধা ইতিমধ্যে রাজ্য সরকার দিয়েছে চুক্তিতে নিযুক্ত শিক্ষক-ইন্সট্রাক্টর ও আংশিক সময়ের শিক্ষক-ইন্সট্রাক্টরদের ওইসব সুবিধা দিতেও বলেছে দফতর। সরকারি দফতরে চুক্তিতে নিযুক্ত কর্মীদের ৬০ বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা দেওয়া হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন