এখনও করোনা মুক্ত হতে পারেনি দেশ। এখনও প্রতিদিন আক্রান্ত হচ্ছেন কয়েক হাজার মানুষ। যদিও আগের থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এমন সময় ২ জানুয়ারি থেকে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে করোনা ভ্যাকসিনের ড্রাই রান শুরু করার নির্দেশ দিল কেন্দ্রের সরকার।
দেশে করোনার ভ্যাকসিন তৈরি করেছে ভারত বায়োটেক। ইতিমধ্যে সেই ভ্যাকসিনের ট্রায়ালও শুরু করেছে ভারত। ইতিমধ্যে দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শেষ। এখন চলছে তৃতীয় পর্যায়ের ট্রায়াল। ইতিমধ্যেই কীভাবে ভ্যাকসিন প্রয়োগ করা হবে তা নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে পরিকল্পনা করে ফেলা হয়েছে। করোনার বিরুদ্ধে যাঁরা একেবারে সামনের সারিতে থেকে লড়াই করছেন, তাঁদেরই আগে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর ধাপে ধাপে অন্যরাও পাবেন। সেই কারণেই এখনই করোনার ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে রাজ্যগুলিকে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিতে বলেছে কেন্দ্র।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন