চাকরিপ্রার্থী শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকের পরেও বেরোল না রফাসূত্র। এদিন চাকরিপ্রার্থীদের একটি প্রতিনিধি দল রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। পার্থ চট্টোপাধ্যায় প্রতিনিধি দলকে জানিয়েছেন, যেহেতু উচ্চ প্রথমিকে নিয়োগের বিষয় আদালতে বিচারাধীন। সেহেতু তাঁর পক্ষে এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। আদতের রায়ের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আদালতের রায় অবদি আন্দোলন চলবে বলে পালটা জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।
প্রসঙ্গত, ২০১৪ সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষক নিয়োগের পরীক্ষা হলেও নিয়োগ প্রক্রিয়া নিয়ে গেজেট না মানার অভিযোগ ও টেট ওয়েটেজ সহ একাধিক বিষয় নিয়ে অনিয়মের অভিযোগ আনেন পরীক্ষার্থীদের বড় অংশ। একি সাথে অনিয়ম করে প্রশিক্ষিত নয় এমন প্রার্থীকেও নিয়োগ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।
এই সমস্ত অভিযোগের ভিত্তিতে আদালতে দায়ের হয় মামলা। ২০১৪ সালে বিজ্ঞপ্তি প্রকাশ হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন