সামনেই বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে টার্গেট করে রাজনৈতিক ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গের প্রতিটা রাজনৈতিক দল। ইতিমধ্যে বেশ-কয়েকজন হেভি-ওয়েট নেতা তৃণমূল ছেড়ে নাম লিখিয়েছে বিজেপিতে। আর এই দলবদল নিয়ে বেশ চর্চা চলছে বঙ্গ রাজনীতির অন্দরে।
এমন আবহে শুক্রবারই গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌম্যেন্দু অধিকারী। সূত্রের খবর, শুক্রবারই নতুন বছরের প্রথম দিন কাঁথিতে শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপি-তে যোগ দেবেন সৌম্যেন্দু।
সম্প্রতি সৌম্যেন্দুকে কাঁথির পুর প্রশাসকের পদ থেকে সরিয়ে দিয়েছে রাজ্য সরকার। প্রকাশ্যেই এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন শুভেন্দু অধিকারীর আর এক ভাই এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। এর আগে এক সভা থেকে শুভেন্দু ইঙ্গিতপূর্ণ ভাবে বলেছিলেন, তাঁর বাড়িতেও এবার পদ্ম ফুটবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন