শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের শেষ নেই। বহু বার অনিয়মের অভিযোগ এনেছেন চাকরি-প্রার্থীদের বড় অংশ। অনিয়মের অভিযোগে দায়ের হয়েছে মামলা। মামলার কারণে এখনও উচ্চ প্রাথমিকের নিয়োগের কাজ শেষ করতে পারেনি সরকার। আর নিয়োগ নিয়ে সরকারের এই অনীহার কারণে বেকার চাকরি-প্রার্থীদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে, তা বুঝে গিয়েছে রাজ্যের প্রধান শাসক দল তৃণমূল কংগ্রেস। এমন সময় শিক্ষক নিয়োগ ফের একবার উদ্যোগ নিল সরকার।
এর আগে প্রাথমিকের টেট-২০১৭ পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Loading...
জানা গিয়েছে, শূন্যপদ ১৬, ৫০০। পরীক্ষা দেবেন আড়াই লক্ষেরও বেশি। টেট উত্তীর্ণদের ক্ষেত্রে ইন্টারভিউ হবে আগামী জানুয়ারি মাসের ১০ থেকে ১৭ তারিখ পর্যন্ত। করোনা পরিস্থিতির কারণে বিগত বেশ কিছুদিন ধরে সমস্ত পরীক্ষা অনলাইনে হলেও, ৩১ জানুয়ারি টেট হবে অফলাইনে। অর্থাৎ পূর্বের মতোই পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে। সূত্রের খবর, পরীক্ষার্থীদের স্বার্থে সচেতনতামূলক সমস্তরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন