বিধানসভা নির্বাচনের আগেই জমে উঠেছে বঙ্গ রাজনীতি। কাঁথি পৌরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হল শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর তাঁর বাড়ির অন্যান্য সদস্যদের গুরুত্বপূর্ণ পদে রাজ্যের শাসক শিবির বহাল রাখতে চাইছে না বলে মনে করছে রাজনৈতিক মহল।
তাঁর জায়গায় এলেন অখিল গিরি ঘনিষ্ঠ সিদ্ধার্থ মাইতি।
সূত্রের খবর, দাদার দলত্যাগের পর সৌম্যেন্দুর ভাবগতিক নিয়ে নানা খবর ছড়িয়ে ছিল। শুভেন্দু বিজেপিতে যোগ দিলেও তাঁর পরিবারের কেউ দল ছাড়েননি বলে ডায়মন্ড হারবারের সভায় কটাক্ষ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন টিটাগড়ের সভায় সমালোচনার জবাব দিলেন শুভেন্দু। বলেন, "এখনও তো বাসন্তী পুজোটা আসেনি, রামনবমী আসেনি। রামনবমীটা আসতে দিন। আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে। শুধু আমার বাড়ির লোক কেন? হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকেও পদ্ম ফুটিয়ে আসব।" এরপরই অপসারিত হলেন সৌম্যেন্দু।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন