করোনা আবহে বড় সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার সব কাজের দিনই খোলা থাকবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব দফতর (সেকশন, বিভাগ, স্কুল ও লাইব্রেরি)। ৪ জানুয়ারি থেকে সবদিনের জন্য খুলে দেওয়া হচ্ছে। এই মর্মে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার স্নেহমঞ্জু বসু।
প্রতিটি দফতর, বিভাগ, সেকশন, স্কুল ও লাইব্রেরির প্রধানদের এমনভাবে রোস্টার তৈরি করতে বলা হয়েছে যাতে কর্মীরা সপ্তাহে অন্তত তিনটি কাজের দিনে অফিসে হাজির থাকেন।
আনলক পর্ব শুরু হওয়ার পরেই সরকারি নির্দেশিকা মেনে জরুরি দফতর গুলি সপ্তাহে দুই-তিন দিন খোলার ব্যবস্থা করা হয়েছিল। যদিও বন্ধ ছিল লাইব্রেরিগুলি। সম্প্রতি পড়ুয়াদের তরফে দাবি উঠেছিল, সপ্তাহে ৫ দিনই বিভাগীয় ও সেন্ট্রাল লাইব্রেরি খুলে রাখার ব্যবস্থা করতে হবে।
যে সকল পড়ুয়ারা ক্যাম্পাসে এসে লাইব্রেরি ক্লিয়ারেন্স নিতে পারবেন না তাঁদের জন্য অনলাইনে লাইব্রেরি ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন করার ব্যবস্থাও করা হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন