নিয়ম অনুযায়ী স্কুলে নিয়োগের দু-বছর পরে স্থায়ী করার কথা। কিন্তু মেডিক্যাল টেস্ট বা স্বাস্থ্যপরীক্ষা এবং পুলিশি যাচাই না-হওয়ায় দু-বছর পরেও স্থায়ীকরণ হয়নি বহু শিক্ষকের। আর এই কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের কয়েক হাজার শিক্ষক অনিশ্চয়তায় ভুগছেন এবং বঞ্চিত হচ্ছেন বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে। শিক্ষকদের একাংশের অভিযোগ, বেশ কিছু পদে নিয়োগের পরে দু-বছর কেটে গিয়েছে।
জানা গিয়েছে, ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র মাধ্যমে শিক্ষক নিয়োগ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। শুধু নতুন শিক্ষক নয়, যে-সব শিক্ষক বদলির জন্য নতুন করে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন এবং পাশ করে নতুন ভাবে স্কুলে চাকরি পেয়েছেন, তাঁদেরও স্থায়ীকরণ হয়নি বলে অভিযোগ। অভিযোগ, চাকরিতে স্থায়ীকরণ না-হওয়ায় এখন অনেকে আপস বদলির আবেদন করতেও ইতস্তত করছেন। বেশ কিছু ছুটির সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন অনেকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন