দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে মঙ্গলবার থেকে যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেছিলেন আপার প্রাইমারি উত্তীর্ণ হবু শিক্ষকরা তা বুধবার গভীর রাতে পুলিশ তুলে দিল। বেশ কয়েকটি বাসে করে প্রায় ৫০০ অবস্থানকারীকে বিধাননগর পুলিশ শিয়ালদহে পৌঁছে দেয়। এই অবস্থান চলছিল প্রায় ২৪ ঘন্টা ধরে সল্টলেক এসএসসি ভবনের সামনে। এই আন্দোলন প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, নিয়োগের বিষয়টি আদালতের বিচারাধীন।
প্রসঙ্গত, ২০১৪ সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষক নিয়োগের পরীক্ষা হলেও নিয়োগ প্রক্রিয়া নিয়ে গেজেট না মানার অভিযোগ ও টেট ওয়েটেজ সহ একাধিক বিষয় নিয়ে অনিয়মের অভিযোগ আনেন পরীক্ষার্থীদের বড় অংশ। একি সাথে অনিয়ম করে প্রশিক্ষিত নয় এমন প্রার্থীকেও নিয়োগ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।
এই সমস্ত অভিযোগের ভিত্তিতে আদালতে দায়ের হয় মামলা। ২০১৪ সালে বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সেই অনুসারে ২০১৫ সালে পরীক্ষাও নেওয়া হয়েছিল। পরের বছর প্রকাশিত হয়েছিল সেই পরীক্ষার ফল। অনেক বিতর্কের পরে ২০১৯ সালে ভেরিফিকেশন ও ইন্টারভিউ প্রক্রিয়াও সম্পূর্ণ করা হয়। তবে সেখান থেকেই সমস্যা তৈরি হয় বলে মনে করেন হবু শিক্ষকদের একটা বড় অংশ। এই মামলার পরিপ্রেক্ষিতেই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট।
Abosthan andolon uthe jaay ni... Uthiye dewa hyeche... Language thik korun plz
উত্তরমুছুন