করোনার কারণে লকডাউনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় কেন্দ্রের সরকার। এই লকডাউনের ফলে ভারতীয় অর্থনীতিতে যে বড় রকমের ধাক্কা আসতে চলেছে তার খবর আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা।
করোনার কারণে অনেকে কাজ হারিয়েছেন। কারও বেতন কমেছে। এই পরিস্থিতিতে পিএফের সুবিধাপ্রাপ্ত বেসরকারি কর্মচারীদের পাশে দাঁড়াতে 'কোভিড অ্যাডভান্স ক্লেম' নামে একটি স্কিম চালু করেছিল নরেন্দ্র মোদীর সরকার।
মানুষের হাতে নগদের জোগান বাড়াতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা চালু করে কেন্দ্রীয় সরকার। তারই আওতায় পিএফের ওই স্কিম। বলা হয়, কোনও কর্মচারী তাঁর তিন মাসের বেতনের বেসিক এবং ডিএ-র মোট অঙ্কের সমান টাকা তুলে নিতে পারবেন। তবে তা কোনওমতেই পিএফ অ্যাকাউন্টে জমানো অঙ্কের ৭৫ শতাংশের বেশি হবে না। এটি যেহেতু ঋণ নয়, তাই সেই টাকাও আর শোধ করার দরকার নেই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন