এদিন নদিয়ার রানাঘাটে সভা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার যাবতীয় প্রস্তুতি সারা। কিন্তু তাল কাটল সভা শুরুর আগে। সভামঞ্চের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকজন আইসিডিএস কর্মী। তাঁদের দাবি, নিয়মিত বেতন পান না তাঁরা। ১২ মাস কাজ করে ১০ মাসের বেতন পান। এমনকি দৈনিক ৫০ টাকা বেতনে কাজ করানো হচ্ছে কাউকে। ফলে মুখ্যমন্ত্রী আসার আগেই এহেন বিক্ষোভে চরম অস্বস্তিতে পড়েন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁরা বিক্ষোভরত মহিলা কর্মীদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাঁরা সভায় আসা কর্মী-সমর্থকদের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন। ফলে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় মুখ্যমন্ত্রীর সভাস্থলে।
অপরদিকে, হিংসা, মারামারি নয় কিংবা দল ভাঙানোর রাজনীতি নয়। উন্নয়নকে হাতিয়ার করেই ফের বাংলার মসনদে বসাই লক্ষ্য বলে বারবার দাবি করেছে তৃণমূল। সোমবার নদিয়ার রানাঘাটের সভামঞ্চ থেকে উন্নয়নের অস্ত্রেই শান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। "মতুয়ারা সবাই নাগরিক। আমি মুখ্যমন্ত্রী হিসেব বলছি, মতুয়া ভাইবোনেরা সবাই নাগরিক। কোনও NRC বাংলায় হবে না।" এভাবেই মতুয়াদের নাগরিকত্ব নিয়ে আশ্বাসবাণী দিলেন মুখ্যমন্ত্রী। এর পরেই বিরোধীদের দিকে ছুঁড়লেন চ্যালেঞ্জ। অন্য কোনও রাজ্য সরকার এত উন্নয়ন করেছে দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও বললেন তিনি।
একুশের নির্বাচনে মসনদ দখলের লড়াইতে এগিয়ে কে? ক্ষমতা দখলে রাখতে পারবে তৃণমূল নাকি বিজেপিই হাসবে জয়ের হাসি? তা নিয়ে বিভিন্ন মহলে চলছে জোর আলোচনা। ঘাসফুল শিবিরের দাবি, ধর্মের তাসেই ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি। পালটা তৃণমূলকেও বিঁধতে ছাড়ছে না গেরুয়া শিবির। কারণ, রাজনৈতিক ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। এমন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে উন্নয়নকে সামনে রেখে নির্বাচনী প্রচার শুরু করতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
তৃণমূল নেত্রী এদিন তোপ দাগেন, মতুয়াদের বিজেপি ভুল বোঝাচ্ছে। নাগরিকত্বের লোভ দেখিয়ে বিদেশি বানানোর চক্রান্ত করছে বিজেপি। তিনি বলেন, "মতুয়ারা কত সাল থেকে বাংলায় আছেন? কেউ ৫০, কেউ ৫২, কেউ ৭০ সাল থেকে। কেউ কেউ তারও আগে থেকে, দেশ স্বাধীন হওয়ার আগে থেকে। তারা তো এমনিই নাগরিক। তুমি আবার কী নাগরিকত্বের মোয়া খাওয়াবে? মতুয়াদের ভুল বোঝাচ্ছে বিজেপি। ওদের কথা শুনে একবার অ্যাপ্লাই করবে, তারপর বিদেশি হয়ে যাবে। মতুয়া ভাইবোনেরা সবাই নাগরিক। আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলছি। নমঃশূদ্র ভাইবোনেরা সবাই নাগরিক। কে কার নাগরিকত্ব কাড়তে পারে? এত সহজ?"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন