কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল কেন্দ্র। কৃষক আন্দোলন ঘিরে পরিস্থিতি আরও খারাপ পর্যায়ে পৌঁছেছে, একথা বলে কেন্দ্রের কড়া সমালোচনা করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এস এ বোবদে বলেন, "আপনারা আইনে স্থগিতাদেশ জারি করুন, নয়তো আমরা করব।
সুপ্রিম কোর্ট কেন্দ্রকে জানায়, কৃষি আইন লাগু করা নিয়ে কেন্দ্র ও কৃষক সংগঠনের মধ্যে যে বিবাদ চলছে তার সৌহার্দ্যপূর্ণ সমাধান চায় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানায়, কৃষি আইন যেন এখন স্থগিত রাখা হয়। কৃষকদের সঙ্গে বোঝাপড়ার জন্য সরকার যেন সময় নেয়।
কৃষি বিল নিয়ে একটু কড়া ভাবেই শীর্ষ আদালত কেন্দ্রকে জানিয়েছে, যদি সামান্যতম সংবেদনশীলতাও থাকে তবে এখনই কৃষি আইন জারি করা থেকে বিরত থাকুক সরকার। তা নিয়ে যেন জেদাজেদি না করে সরকার। কৃষকদের আন্দোলনের পক্ষেই সায় দিয়ে শীর্ষ আদালত আরও জানায়, কৃষি আইনে স্থগিতাদেশ জারি করার পরও তাঁরা আন্দোলন চালিয়ে যেতে পারবে। তবে দিল্লি সীমান্তেই তাঁরা আন্দোলন জারি রাখতে চান কিনা, সেই সিদ্ধান্ত কৃষকদের উপরই ছেড়ে দেওয়া হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন