একটি আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার পর আপাতত স্থিতিশীল সৌরভ গঙ্গোপাধ্যায়। জ্ঞান রয়েছে তাঁর। হাসপাতালের বেডে উঠে বসেছেন। কথাও বলছেন। চিকিৎসকরা জানাচ্ছেন, তাঁকে নিয়ে চিন্তার কোনও কারণ নেই। তবে এখনও দুটি আর্টারিতে ব্লকেজ রয়েছে বিসিসিআই প্রেসিডেন্টের। সেই বিষয়টি কীভাবে ঠিক হবে, তা নিয়ে আলোচনায় চিকিৎসকরা।
সৌরভের পরিবারের তরফে জানা গিয়েছে, আজ সকালে বাড়িতে জিম করার সময়ই মাথা ঘুরে পড়ে যান তিনি।
প্রসঙ্গত, সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে চিন্তায় রয়েছেন রাজ্যের প্রাক্তন পৌর ও নগরোন্নায়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, গতকাল রাত ১০ টা নাগাদ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। এরপর আজ সকালে তাঁর অসুস্থতার খবর পাওয়ার পর থেকে তিনি গঙ্গোপাধ্যায় পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু খবর না পাওয়ায় উদ্বেগ বাড়ে অশোক ভট্টাচার্যের। তাই আজ রাতের ট্রেনেই কলকাতায় আসছেন তিনি। অশোক ভট্টাচার্য জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিতে তিনি আগামীকাল কলকাতায় আসছেন। সরাসরি হাসপাতালে যাবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন