এখনও করোনা মুক্ত হতে পারেনি ভারত। প্রতিদিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। যদিও পরিস্থিতি আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে। করোনার কারণে প্রায় আট মাসের কাছাকাছি সময় বন্ধ আছে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। কেন্দ্রের ছাড়পত্র মেলার পরেই একাধিক রাজ্য স্কুল-কলেজ ফের খোলার সিদ্ধান্ত নিয়েছে।
অসমে নিম্ন বুনিয়াদি স্কুলগুলি গতকাল থেকে খুলে গেছে। অসম সরকার স্কুল খোলার ব্যাপারে মান্য কার্যবিধি-SOP জারি করেছে। SOP অনুযায়ী, প্রথম থেকে পঞ্চম শ্রেণির ক্লাস এক দিন ছাড়া চলবে। সকাল ন-টা থেকে স্কুল খোলা থাকবে দুপুর ১টা ৪৫ পর্যন্ত। ১২টা ১৫ থেকে ১২টা ৪৫ এর মধ্যে 'মিড ডে মিল' দেওয়া হবে।
অপরদিকে, পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের একটাই প্রশ্ন, কবে থেকে খুলবে রাজ্যের স্কুল-কলেজ? যদিও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মন্তব্য অন্তত রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ইঙ্গিত পাওয়া গেল। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষা মন্ত্রী জানান "রাজ্যের স্কুল গুলিকে স্যানিটাইজ করার কথা বলা হচ্ছে। যাতে স্কুল খোলা নিয়ে প্রস্তুত থাকতে পারে স্কুল কর্তৃপক্ষ। রাজ্য সরকার যেদিন সিদ্ধান্ত নেবে সেদিনই স্কুল খোলা হবে। আমরা চাই যাতে স্বাভাবিক পঠন-পাঠন হয়।"
স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, রাজ্যে স্কুল চালু হলে কি কি গাইডলাইন মানতে হবে স্কুল গুলি কে সে বিষয়ে বিস্তারিত গাইড লাইন প্রস্তুত করে ফেলেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। গাইডলাইনে যেমন এক একটি ঘরে কতজন করে পড়ুয়া বসবে সেই বিষয়ে নির্দিষ্ট করে বলা হয়েছে তেমনি ব্যবস্থার অনুযায়ী জাতীয় ছাত্র ছাত্রীদের স্কুলে ডাকা যায় সে বিষয়েও প্রস্তাবিত গাইডলাইন ইতিমধ্যেই প্রস্তুত করে ফেলেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষা সূচি ঘোষণা হয়েছে আগেই। সূত্রের খবর দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বোর্ড পরীক্ষার আগে ক্লাসরুমে ক্লাস করাতে চায় সরকার। বিশেষত স্কুলের দিকে যাতে দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করা যায় সে বিষয়েও তৎপরতা চলছে স্কুল শিক্ষা দফতর। সে ক্ষেত্রে শুক্রবার এর শিক্ষামন্ত্রী এই মন্তব্য অনেকটাই স্কুল খোলা নিয়ে জল্পনা বাড়ালো বলেই মনে করছেন অনেকেই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন