প্রায় আট মাসের বেশি সময় ধরে গোটা দেশে করোনা সংক্রমণের কারণে বন্ধ আছে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু বেশ কিছুদিন ধরে করোনা সংক্রমণের হার কমেছে গোটা দেশে। আগের থেকে মৃত্যুর সংখ্যাও কমেছে। তাই সব দিক বিচারকরে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিল কর্নাটক সরকার।
অপরদিকে, গত ৮ জানুয়ারি ওডিশার গজপতি জেলার একটি স্কুলে ক্লাস শুরু হয়েছিল দশম ও দ্বাদশ শ্রেণির। তবে সেখানে ছাত্র ও শিক্ষক মিলে অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রদীপ কুমার পাত্র জানিয়েছেন, ছাত্র ও শিক্ষক মিলে ৩১ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। গত দু-দিনে জেলার ২৬ জন শিক্ষকের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে মোহনা জেলার স্কুলগুলিতে সংক্রমণ সংখ্যা সবচেয়ে বেশি। ওই জেলায় ২১ জন শিক্ষক করোনায় আক্রান্ত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন