দীর্ঘ টানাপোড়েনের পর গতকাল অর্থাৎ সোমবার বিজেপির হয়ে প্রচারে পা মিলিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বিজেপির ঝান্ডা নিয়ে শোভন ময়দানে নামলেও গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত রোড শো-এ দলের হেভি-ওয়েট কোনও নেতা হাজির ছিলেন না।
এদিন শোভন প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন,'বৃহৎ ষড়যন্ত্রের অংশ শোভন চট্টোপাধ্যায়। আইকোর, নারদা, সারদা- সব চিটফান্ডের সঙ্গেই সরাসরি যুক্ত শোভন। কেন এখনও তাঁকে গ্রেফতার করা হবে না? আর প্রয়োজনে আমার মুখোমুখি বসিয়ে জেরা করা হোক। শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করতেই হবে। উনি তৃণমূল কেন ছেড়েছেন বলছেন, বৈশাখীর জীবনী বলছেন, কিন্তু কেন তিনি বিজেপিতে যোগ দিলেন, তা বলছেন না।'
এদিন আইকোরের এজেন্টদের বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে শোভনের যোগ দেওয়ার একটি ছবিও দেখান কুণাল বাবু। জেলের মধ্যে কী ভাবে আইকোর মালিক অনুকূল মাইতি মারা গেলেন, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন কুণাল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন