এখনও করোনা-মুক্ত হতে পারেনি দেশ। প্রায় প্রতিদিন বেড়ে চলেছে এই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সমানে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যু মিছিল। শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৬,৫০৫ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ২১৪ জনের। নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৩ লক্ষ ৪০ হাজার ৪৭০ জন। এরমধ্যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪৩ হাজার ৯৫৩ জন।
রবিবার করোনার দুই টিকা-কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে সরকারি ভাবে ব্যবহারের অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) ভিজি সোমানি। তিনি জানিয়েছেন যে, শর্তসাপেক্ষে এবং জরুরি ভিত্তিতেই এই দুই করোনা টিকা সারা দেশে দেওয়া হবে। ডিসিজিআই দেশবাসীকে আশ্বস্ত করেছেন যে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকা ও সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি কোভিশিল্ডের পাশাপাশি ভারত বায়োটেকের কোভ্যাকসিন ব্যবহার করা একশ শতাংশ নিরাপদ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন