পড়ুয়াদের স্কুলমুখী করতে নয়া উদ্যোগ নিল সরকার। এবার থেকে স্কুলে গেলেই প্রতিদিন পাওয়া যাবে ১০০ টাকা করে। মূলত রাজ্যের মেয়েদের বেশি করে স্কুলমুখী করতে নয়া পরিকল্পনা করেছে অসম সরকার। স্কুল ছাত্রীদের পাশাপাশি কলেজ ছাত্রীদেরও এ ভাবে উৎসাহিত করার পরিকল্পনা নিয়েছে এই সরকার।
গতকাল এমন ঘোষণা করেছেন অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, চলতি মাসের মধ্যে স্নাতক এবং স্নাকোত্তর পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথাক্রমে ১৫০০ এবং ২০০০ টাকা করে জমা করে দেবে রাজ্য সরকার। মূলত বই কেনার জন্যই এই অর্থ সাহায্য করা হবে।
নির্বাচনের আগে পড়ুয়াদের মন জয়ে বেশকিছু উদ্যোগ নিয়েছিল অসমের বিজেপি সরকার।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন