লকডাউনের জেরে ভারতীয় অর্থনীতিতে এসেছে বড় রকমের ধাক্কা। লকডাউনের কারণে কর্মস্থল ছেড়ে নিজেদের ঘরে ফিরেছেন পরিযায়ী শ্রমিকরা। ফিরে গেছে তাঁদের সন্তানরাও। এদের মধ্যে অনেকেরই আর স্কুলের মুখ দেখা হয়নি। বর্তমানে অনলাইনে ক্লাস করার মতো সামর্থ্যও নেই তাঁদের। এবার সেই সব স্কুলছুট পড়ুয়াদের জন্য নয়া উদ্যোগ নিল কেন্দ্রের সরকার। পরিযায়ী ছাত্রছাত্রীদের ফের স্কুলমুখী করার জন্য নতুন নির্দেশিকা জারি করা হল শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে।
নির্দেশিকায় বলা হয়েছে, ৬ থেকে ১৮ বছর বয়সী স্কুলছুট পড়ুয়াদের খুঁজে বার করবেন শিক্ষক ও স্বেচ্ছাসেবকরা। বাড়ি বাড়ি গিয়ে বিষয়টি নিয়ে খোঁজখবর করবেন তাঁরা। এরপর সেই সকল স্কুলছুট ছাত্রছাত্রী ও বিশেষ দরকার সম্পন্ন ছাত্রছাত্রীদের বাড়ি থেকেই ক্লাস করার ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি প্রতি শিক্ষাবর্ষের শুরুতে 'স্কুল চলো অভিযান' ও 'প্রবেশ উৎসবের' মাধ্যমে স্কুলে ছাত্রছাত্রীদের নাম নথিভুক্ত করতে হবে। ক্লাসে তাঁরা ঠিক মতো হাজিরা দিচ্ছে কিনা সেই বিষয়টিতে নজরে রাখতে একটি রেজিস্টার ব্যবহার করার কথাও বলা হয়েছে নতুন নির্দেশিকায়। এছাড়াও অনলাইনে পড়াশোনার সময় বা স্কুল খোলার পর ক্লাস করতে গিয়ে যদি কোনও পড়ুয়ার অসুবিধে হয়, সে ক্ষেত্রে কাউন্সেলিংয়ের মাধ্যমে তা সমাধান করার কথাও বলা হয়েছে এই নতুন নির্দেশিকায়।
ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বইখাতা ও অন্যান্য শিক্ষা সামগ্রী দেওয়ার জন্য দীক্ষা পোর্টালটি আরও বেশি করে ব্যবহারে জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও অনলাইনে পড়াশোনা করার জন্য ইন্টারনেট সংযোগ কীভাবে প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের কাছে পৌঁছে দেওয়া হবে, সে বিষয়ে কোনও দিশা দেখাতে পারেনি সরকার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন