আট মাসের বেশি সময় গোটা দেশে বন্ধ আছে সমস্ত স্কুল-কলেজ। যদিও শেষ এক মাস করোনা ভাইসে আক্রান্তের সংখ্যা কিছুটা কম। মৃত্যুর সংখ্যাও কমেছে। এমন সময় স্কুল খোলার সিদ্ধান্ত নেয় কর্ণাটক সরকার। কিন্তু স্কুল খোলার পাঁচ দিনের মধ্যেই কর্ণাটকের ২৫ শিক্ষক-শিক্ষিকার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানা গিয়েছে।
Loading...
কর্ণাটক সরকার আগেই নির্দেশিকা জারি করেছিল যে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগেই সকল টিচিং ও নন-টিচিং স্টাফেদের বাধ্যতামূলক ভাবে করোনা পরীক্ষা করাতে হবে। হাজার হাজার পরীক্ষার পরেই করোনা রিপোর্ট পজিটিভ আসতে শুরু করেছে।
বেলগাভির ডেপুটি কমিশনার এমজি হীরেমথ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বেলাগাভির ১৮ জন শিক্ষক-শিক্ষিকার পাশাপাশি চিক্কোড়ির চার জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন