করোনা আবহে নিয়োগ নিয়ে বড় উদ্যোগ। পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (WBCSC) সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। প্রার্থীকে কোনও ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ হতে হবে।
পাশাপাশি প্রার্থীকে অবশ্যই ইউজিসি বা সিএসআইআর দ্বারা পরিচালিত জাতীয় যোগ্যতা পরীক্ষা (নেট), অথবা অনুরূপ পরীক্ষা, যেমন স্লেট / সেট পাস হতে হবে। ইউজিসির নয়া নিয়ম অনুযায়ী পিএইচডি ডিগ্রী থাকলে নেট বা সেট পাস করার দরকার নেই। প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
তবে কলেজ সার্ভিস কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত তাদের কাছে আগের নিয়োগ প্রক্রিয়া থেকে ৪২৭ টি শূন্যপদ রয়েছে। শেষ পর্যন্ত শূন্যপদের সংখ্যা ২ হাজারের কাছাকাছি পৌঁছে যাবে বলে মনে করছেন কমিশনের আধিকারিকরা। এর আগে ২০১৮ সালে ৫১ টি বিষয়ে সহকারি অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞাপন দিয়েছিল কলেজ সার্ভিস কমিশন। তার মধ্যে চারটি বিষয়ে কোনও শূন্যপদ ছিল না। তাই ৪৭ টি বিষয়ে নির্বাচনী প্রক্রিয়ার পর ৪৪ টি বিষয়ে নিয়োগের প্যানেল প্রকাশ করেছিল কমিশন। বাকি তিনটি বিষয়ের জন্য প্রার্থী পাওয়া যায়নি সেই সময়। ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত চলেছিল ইন্টারভিউ, প্যানেল প্রকাশ, কাউন্সেলিং ও সুপারিশ করার প্রক্রিয়া। তারপরে বাকি থাকা শূন্যপদের ভিত্তিতে চলে রি-কাউন্সেলিং প্রক্রিয়া। ৩১ ডিসেম্বর ৪৪ টির মধ্যে ৪১ টি বিষয়ের প্যানেলের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। বাকি ৩টি বিষয়ের প্যানেলের মার্চ মাস পর্যন্ত বৈধতা রয়েছে। তাই সেগুলির জন্য রি-কাউন্সেলিং প্রক্রিয়া মার্চ মাস পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন