করোনার কারণে রাজ্য সহ গোটা দেশের প্রায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান নয় মাসের কাছাকাছি সময় বন্ধ হয়ে আছে। বেশকিছু বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা বাড়িতে বসে দেওয়ার ব্যবস্থা হয়েছিল। এ বার পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কাউন্সিল পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাড়ি থেকে দেওয়ার বন্দোবস্ত করে।
লকডাউনের কারণে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ২০২০ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত হয়ে যায়। ওই বিদ্যালয় সূত্রের খবর, তাদের মাধ্যমিক পরীক্ষা আজ, সোমবার শুরু হচ্ছে এবং উচ্চ মাধ্যমিক শুরু হবে ২ ফেব্রুয়ারি। কাউন্সিল সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্র রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে-কোনও কেন্দ্র থেকে নিয়ে ছাত্রছাত্রীরা বাড়িতে বসে পরীক্ষা দিতে পারবেন। ওই সব কেন্দ্র থেকে পরীক্ষার প্রশ্ন ও খাতা সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীদের অভিভাবকেরাও। উত্তর লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে মুক্ত বিদ্যালয়ের কেন্দ্রে খাতা জমা দিয়ে আসতে হবে। পরীক্ষার্থীরা অনলাইনেও প্রশ্নপত্র ও উত্তরপত্রের প্রিন্ট আউট নিয়ে উত্তর লিখে কেন্দ্রে জমা দিতে পারেন।
সাধারণ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মতো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়েরও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্দিষ্ট কেন্দ্রে বসেই দেওয়ার কথা। করোনার কারণে গত বছর এই দু-টি পরীক্ষা না-হওয়ায় ছাত্রছাত্রীরা খুব উদ্বিগ্ন হয়ে পড়েন। শেষ পর্যন্ত পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হওয়ায় ছাত্রছাত্রীরা স্বস্তিতে। কিন্তু এতে প্রকৃত মূল্যায়ন হবে কি না, সেই বিষয়ে বিশেষজ্ঞরা অনেকেই সন্দিহান।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন