সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে নিয়োগ নিয়ে আদালতের রায়ে চাপে রাজ্য সরকার। এবার রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০১৯ সালে হওয়া পরীক্ষার ভিত্তিতে প্রায় আট হাজার প্রার্থীর নিয়োগে বুধবার স্থগিতাদেশ জারি করা হয়েছে।
সেই সময় স্যাটের রায় আবেদনকারীদের চাকরি প্রার্থীদের বিরুদ্ধেই গিয়েছিল। যেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন অভিযোগকারীরা। হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, স্যাটকে দ্রুত মামলা শুনে মামলার নিষ্পত্তি করতে হবে। কিন্তু গত ১৮ জানুয়ারি স্যাট জানিয়ে দেয়, এই মুহূর্তে মাত্র একজন আইনজীবী থাকায় এখন মামলা শোনা সম্ভব নয়। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে সফল পরীক্ষার্থীদের নিয়োগপত্র দেওয়ার কথা ছিল রাজ্যের। একবার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেলে মামলাকারীরা আরও কোণঠাসা হতে পারেন। এই আশঙ্কার কথা জানিয়ে মামলাকারীদের আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় আদালতে দ্রুত শুনানির আর্জি জানান।
এদিন মামলাটি শোনেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। তিনি জানিয়ে দেন, স্যাটের নির্দেশ ছাড়া আপাতত কোনও নিয়োগ হবে না। হাইকোর্টের এই নির্দেশের ফলে আপাতত প্রায় আট হাজার সফল প্রার্থীর নিয়োগ বিশ বাঁও জলে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন