করোনার কারণে প্রায় ১০ মাসের কাছাকাছি সময় রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এর ফলে সমস্যায় পড়েছে ছাত্র-ছাত্রীরা। এমন পরিস্থিতির মধ্যে কবে থেকে রাজ্যে স্কুল-কলেজ খুলবে তার উত্তর জানা নেই শিক্ষা দফতরের। আগামী ফেব্রুয়ারিতে খোলার সম্ভাবনা রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি।
জানা গিয়েছে, সরকারি নির্দেশকে পাত্তা না দিয়ে গত ১৩ জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়েছে হাওড়ার শিবপুর ধর্মতলা লেনের একটি বেসরকারি প্রাথমিক স্কুলে। নিয়মিত স্কুলে যাচ্ছে পড়ুয়ারা। বিষয়টি জানাজানি হতেই তীব্র প্রতিবাদ জানিয়েছেন ওই এলাকার বাসিন্দারা। পুলিশের দ্বারস্থও হয়েছেন। যদিও তাতে কিছু লাভ হয়নি। এলাকার লোকেদের অভিযোগ, পুলিশ সাফ জানিয়েছে শিক্ষাদফতরে অভিযোগ করতে। কিন্তু পরে শিক্ষাদফতরে জানিয়েও সুরাহা মেলেনি। পুলিশকে জানিয়ে স্কুল বন্ধ করা যায় নি।
এলাকার লোকেদের অভিযোগ, কেন শিশুদের প্রাণের ঝুঁকি নিয়ে স্কুল খোলার সিদ্ধান্ত? কর্তৃপক্ষের কথায়, স্কুল বন্ধ থাকার কারণে ছাত্র-ছাত্রীরা পিছিয়ে পড়ছিল। সেই কারণে এমন সিদ্ধান্ত।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন