শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের শেষ নেই। একের পর এক অনিয়মের অভিযোগে দায়ের হয়েছে মামলা। আর আইনি কারণে উচ্চ প্রাথমিকে নিয়োগের কাজ এখনও শেষ করতে পারেনি কমিশন। চলতে থাকা এমন বিতর্কের মধ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করে রাজ্য সরকার। আদালতে দায়ের হয় মামলা। অনেকের ধারণা ছিল, এবার প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়াও আটকে যেতে পারে। কিন্তু বাস্তবে সেই রাস্তায় হাঁটেনি আদালত।
আজ কলকাতা হাইকোর্টে প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত একাধিক মামলার শুনানি ছিল। আদালতের দিকে নজর ছিল চাকরি প্রার্থীদের। ভাল খবর চাকরি প্রার্থীদের জন্য। আজ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হয় আদালতে। বিচারপতি প্রাইমারিতে নিয়োগ প্রক্রিয়া কোনও ভাবেই বাতিল করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এর ফলে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় কোনও স্টে পড়ল না। প্রাইমারীর প্রশ্ন ভুল সংক্রান্ত মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। যারা পিটিশনার তাদের ইন্টার্ভিউতে সুযোগ দেওয়ার কথা জানিয়েছে আদালত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন