একদম ফিট আছেন সৌরভ গাঙ্গুলি। তাঁর হার্টের কন্ডিশন খুব ভালো আছে। তাঁকে আগামীকাল হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হবে। যদিও তাঁকে ২ থেকে ৩ সপ্তাহ বিশ্রামে রাখা হবে। তার পরে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। পুরোদমে কাজ শুরু করতে পারবেন।
সৌরভ নিয়ে কি জানালেন দেবী শেট্টি? পড়ুন
১। সৌরভ গাঙ্গুলি ভালো আছেন।
২। চিকিত্সায় তিনি ভাল রেসপন্স করেছেন।
৩। আগামিকালই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
৪। এরপর ২ থেকে ৩ সপ্তাহ তাঁকে বিশ্রাম নিতে হবে।
৫। আমি মেডিক্যাল টিমের প্রত্যেকটি চিকিত্সককে কনগ্র্যাচুলেট করছি।
৬। সৌরভ যদি দেশের অন্য কোনও প্রান্তেও থাকতেন, তাহলেও এখানের থেকে বেশি যত্ন ও সুচিকিত্সা পেতেন না।
যদি দেশের অন্য কোনও প্রান্তেও থাকতেন, তাহলেও এখানের থেকে বেশি যত্ন ও সুচিকিত্সা পেতেন না।
৭। কোনও এমন বড় ঘটনা তাঁর হার্টের ক্ষতি করেনি।
৮। তাঁর হার্টের কন্ডিশন খুব ভালো।
৯। এঘটনা ভবিষ্যতে তাঁর হার্টের কোনও ক্ষতি করবে না।
১০। এঘটনা তাঁর ভবিষ্যত জীবনেও কোনও প্রভাব ফেলবে না।
১১। সৌরভ একজন জাতীয় সম্পত্তি।
১২। যে কোনও চিকিত্সকই তাঁর সব কাজ ছেড়ে সৌরভের চিকিত্সায় সাহায্য করতে এগিয়ে আসবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন